বিনেোদন ডেস্ক::গত কয়েক মাসে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছিল। দর্শকও ধীরে ধীরে হলে ফিরতে শুরু করেছিল। তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সবার মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দেশে সংক্রমণও বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রযোজক-পরিচালকরা দ্বিধায় পড়ে গেছেন। ছবি মুক্তির ঘোষণা দিয়েও হচ্ছেন পিছপা। এরইমধ্যে সিয়াম-পূজা চেরি অভিনীত ‘শান’ এর মুক্তি স্থগিত করা হয়েছে। এবার পরীমনি অভিনীত ‘মুখোশ’র মুক্তি স্থগিত করা হলো।

সিনেমাটি আগামী ২১শে জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। পরীমনি বলেন, বছরে আমার প্রথম ছবি হিসেবে ‘মুখোশ’ মুক্তির কথা ছিল। তবে স্থগিত করা হয়েছে করোনা পরিস্থিতির কারণে। মন তো খারাপ হয়েছেই কিছুটা। তবে একটা ভালো সময়ে ছবিটি মুক্তি পেলে দর্শকও দেখতে পারবে ভালোভাবে। তাই অপেক্ষায় থাকতে হবে। ‘মুখোশ’র পরিচালক ইফতেখার শুভ বলেন, ক্রমেই করোনা সংক্রমণ বাড়ছে। সিনেমা হলে এক সিট পরপর দর্শক বসানোর নির্দেশনা এসেছে, নির্দেশনা এসেছে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনেরও। এই পরিস্থিতিতে ‘মুখোশ’র মুক্তি স্থগিত করা ছাড়া উপায় দেখছি না। এর আগে এ ছবির মুক্তি উপলক্ষে গত ২রা জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলন করে মুক্তি দেয়া হয়েছিল সিনেমার টাইটেল গান। সেখানে পরীমনি বলেছিলেন, সবাইকে তো আর বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাওয়ার বা দেয়ার প্রত্যাশা তো থাকেই। আমার ভক্ত, দর্শক ও সাংবাদিক ভাইদের জন্য এ গানটা বা সিনেমাটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করবো এটি সবার পছন্দ হবে। ‘মুখোশ’ সিনেমায় পরীমনি ছাড়া আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান, আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায়। ছবিতে পরীমনি ক্রাইম সাংবাদিক সোহানা চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায়। এদিকে, ছবি মুক্তি স্থগিত হলেও বর্তমানে শুটিংয়ে ব্যস্ত পরীমনি। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘কাগজের বউ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের শুটিং করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *