ডায়ালসিলেট ডেস্ক ::জমি বিক্রেতা- পক্ষে আমমোক্তার জাহিদুলহক, পিতা: হাজী মৃত জহির আলী, গ্রাম: খাটকাই, পো: খাটকাই, থানা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট। তিনি নিম্ন তপশীল বর্নিত 0.05 একর বা শতক ভূমি বিক্রয় করিবেন।
তপশীল- জেলা: সিলেট, মৌজা- কুমারগাওঁ, জেএলনং 80, বিএস-70,
এসএ খতিয়ান নং 863 ও 884, নামজারী খতিয়ান নং 3822, এস এ দাগ নং 2119, বিএস দাগ নং 3638 উক্ত দাগে 5 শতক জমি বিক্রয়ের চুক্তিপত্রে আবদ্দ হইয়াছেন। সর্বজনের জ্ঞতার্থে উক্ত নম্বরে 01712-589129 দায়দাবী থাকিলে অত্র নোটিশের 7 দিনের মধ্যে জানানোর জন্য অনুরোধ করা হল।