স্পোর্টস ডেস্ক :: বছর ঘুরে আবার এসেছে ১২ ফেব্রুয়ারি। ২০০৫ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন তারকা ফুটবলার মোনেম মুন্না। আজ শনিবার এই তারকা ফুটবলার মোনেম মুন্নার ১৭তম মৃত্যুবার্ষিকী।
দেশের অন্যতম এ তারকা ফুটবলার নারায়ণগঞ্জের বন্দরে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে পাইওনিয়ার লিগ দিয়ে শুরু হয়েছিল মুন্নার ফুটবল ক্যারিয়ার। বেশিরভাগ সময়ই তিনি ঢাকা আবাহনী লিমিটেডে খেলেছেন। এছাড়া খেলেছেন শান্তিনগর ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নে।
কিংব্যাকখ্যাত মুন্না ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত কলকাতার ইস্ট বেঙ্গলে খেলেছেন। ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৯১ সালে ঢাকা লিগে ২০ লাখ টাকা পেয়ে এক মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়েছিলেন।
১৯৯৫ সালে মিয়ানমারে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মত কোন আন্তর্জাতিক শিরোপা জয় লাভ করে।
মোনেম মুন্না ১৯৯৯ সালে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলে সেখানে তার কিডনি সমস্যা ধরা পড়ে। ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে মুন্না হাসপাতালে ভর্তি হন। প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ওই বছরের ১২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *