ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা করে এবং আরও কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পৃথক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এই তথ্য জানান। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এদিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি ইনকামিং ডিএস এবং বাস সেকশনালাইজার-এর জরুরি মেরামত ও সংরক্ষণ এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবাে, সিলেট কর্তৃক অত্র দপ্তরের বিভিন্ন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর শাহজালাল উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধােপাদিঘীরপাড়, সােবহানীঘাট, বিশ্বরােড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, ছড়ারপার, সােনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সালাটিকর ও ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ফিডারসমূহ ও আশপাশ এলাকা, টিবি হাসপাতাল, মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের ফিডারসমূহসহ আশপাশ এলাকাসমূহে শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অপরদিকে শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আম্বরখানা, জালালাবাদ, বনকলাপাড়া, খাসদবির, মিরবক্সটুলা, বড়বাজার, হাজারীবাগ, বন্দরবাজার, তাতিপাড়া, কাজী ইলিয়াস, মজুমদারী, হাউজিং এস্টেট, সৈয়দ মুগনি, ফাজিল চিস্ট, নূরানী, শাহ রুমি মাজার, পায়রা, লোহারপারা, কাজিটুলা, শাহী ঈদ গা, হাওয়াপারা, দরগা গেট লাক্কতুড়া মালনীচড়া আবাদানি বড়শালা মংলিরপাড় বাইশটিলা কেওয়াচড়া হিলুয়াচরা ধোপাগুল লিলাপড়া মহালদিক লালবাগ সালুটিকর সালিয়া রংঙ্গিটিলা দাপনাটিলা পীরেরগাঁও এবং আশপাশ এলাকাসমূহে শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *