সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলছে আগামীকাল সোমবার। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরুরও সিদ্ধান্ত হয় সভায়।
এরআগে ২৮ দিন পর অফিসে আসেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের একদিন পর রোববার সকালে নিজ কার্যালয়ে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। গত ১৬ জানুয়ারি সর্বশেষ অফিস করেছিলেন উপাচার্য।
শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে টানা ২৭ দিন ধরে চলা উপাচার্য বিরোধী আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।