ডায়ালসিলেট ডেস্ক;:কেন্দ্রীয় বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের সংসদ সদস্য ব্যারিষ্টার রুহিন ফারহানা আজ হযরত শাহজালাল রহ. মাজারে জিয়ারতে আসলে তাকে স্বাগত জানান সিলেট জেলা বিএনপির সাবেক জোষ্ঠ সহ- সভাপতি, সিলেট জেলা ব্যাবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতষ্ঠিাতা সভাপতি ও হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান। এসময় ব্যারিষ্টার রুহিন ফারহানা আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের সাথে একান্ত সাক্ষাৎকার করেন এবং উনার অসুস্থ মায়ের জন্য দোআ চান ,পরবর্তীতে মরহুম জবান উল্লাহ প্রাইমারি এন্ড হাইস্কুলের হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আকরাম আলীর সাথে সাক্ষাৎ করেন । আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান তাকে হযরত শাহজালাল মাজারের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন আপনি আগামী দিনের অনেক বড় নেত্রী হবেন। আপনার জন্য সর্বদা দোআ ও ভালোবাসা রইল। আলাপকালে ব্যারিষ্টার রুহিন ফারহানা বলেন আপনার কথা (আলহাজ শেখ মো. মকন মিয়া) আমি অনেক শুনেছি আজ দেখা হয়ে অনেক ভালো লাগলো। আমি আপনার কথা মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব সহ কেন্দ্রীয় সকলের সাথে আলাপ করব । আপনি আমার ও আমার মায়ের জন্য জন্য দোআ করবেন। স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন সাবেক লন্ডন সিটি যুবদলের সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মনসুর রহমান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শেখ মাহবুবুর রহমান মনজু, বিশিষ্ট ব্যাবসায়ী শেখ মাহফুজুর রহমান প্রমুখ!

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *