ডায়াল সিলেট ডেস্ক :: কমলগঞ্জ উজেলার মুন্সিবাজার এলাকায় খবারের সন্ধানে ঘোরার সময় বৈদ্যুতিক তারের মেইন লাইনে জড়িয়ে প্রাণ হারায়িছে হনুমান ।
জানাযায় ২৫ ফেব্রুয়ারি কমলগঞ্জ উজেলার মুন্সিবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হলে ২৮ ফেব্রুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় হনুমানটি মারা যায়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার এর বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন,বিদ্যুৎস্পৃষ্ট হলে বেশিরভাগই হনুমান বাঁচানো যায় না । তবে চিকিৎসার মাধ্যেমে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পরে হনুমানটির মৃত্যু হয়।
পরিবেশবিদরা বলেন,কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির পশুপাখি সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। কখনো গাড়িচাপা,কখনো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে,কখনো আবার খাদ্যের খোঁজে লোকালয়ে এসে মানুষের হাতে মারা পড়ায় অস্তিত্ব বিলীনের হুমকির মুখে পড়েছে সেখানকার প্রাণিকুল।