ডায়াল সিলেট ডেস্ক :: মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার মাস মার্চকে আড়ম্বরপূর্ণ আয়োজনে বরণ করেছে সিলেট। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
পরে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে প্রত্যাশা ও প্রাপ্তিতে অনেকদূর এগিয়ে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছেন, তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছে।
বক্তারা স্বাধীনতার ৫০ বছরে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে এক কাতারে শামিল হওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার মাস বরণ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা মনাফ খান, মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, মুক্তিযোদ্ধা আলতাব আলী, মুক্তিযোদ্ধা আফতাব আলী মিয়া, মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা মাথুরম বণিক, মুক্তিযোদ্ধা সুনা মিয়া, মুক্তিযোদ্ধা ইমাদ উদ্দিন, মুক্তিযোদ্ধা মুকুন্দ বর্মন, মুক্তিযোদ্ধা আজম আলী, মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, মুক্তিযোদ্ধা আজিদ উল্লাহ, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, মুক্তিযোদ্ধা কছির মিয়া, মুক্তিযোদ্ধা কলমদর আলী, মুক্তিযোদ্ধা বশির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, আব্দুল কাদির, সারওয়ার চৌধুরী, সাঈদুর রহমান (পাপ্পু), রাজাকীপ সমাদ্দার, খালেদ আহমদ, পারভেজ বিশ্বাস, জাকারিয়া চৌধুরী সাকি, ডিপজল পাত্র, অনুপ কুমার দে, মাছুম আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক শেখ আলম, প্রকৌশলী আলাউদ্দিন আহমদ, এজাজ আহমদ প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *