মনজু চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বসবে ‘কইন্যা-নারীদের হাট’। আপনি একজন নারী। আপনার সবজি বাগানে কিছু সবজি ফলেছে। আপনার হাতের বানানো পিঠা পরিবারে সমাদর পায়। অথবা আপনি খুব ভালো ছবি আঁকেন। অথবা নিজে ডিজাইন করে জামা সেলাই করেন। আপনি চান এসব বিক্রি করতে?
আপনাদের জন্যই মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘কইন্যা-নারীদের হাট’। আয়োজনের খবর জানিয়েছেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দীন আহমদ।
চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান জানান, আগামী ৮ মার্চ সকাল ১১ টা ৩০ মিনিটে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হবে। এরপর থেকে নারীরা উৎপাদিত বা তৈরি করা পণ্যের পসরা সাজিয়ে সপ্তাহে দুইদিন এখানে নিয়মিত হাট বসবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর এবং চেয়ারম্যান, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ এর সাথে।আয়োজকরা বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জনই পারে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণকে বেগবান করতে। এগিয়ে যাক বাংলা মায়ের কইন্যারা। সে লক্ষ্যেই এই উদ্যোগ এ বিষয়ে জানা যায় আয়োজনে রয়েছে উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর। সহযোগিতায় চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ। পৃষ্ঠপোষকতায় করছে লেডিস ক্লাব, মৌলভীবাজার।
