স্পোর্টস ডেস্ক:ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন লিওনেল মেসি। গুঞ্জন উঠেছে কাতার বিশ্বকাপের পর আর দেখা যাবে না মেসি ম্যাজিক। জল্পনা সত্যি হলে আর্জেন্টিনার মাঠে সবশেষ ম্যাচটি খেলে ফেলেছেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের সেই জয়ের পর অবসরের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়াও। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে নিকোলাস গঞ্জালেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ডি মারিয়া ও মেসি। ম্যাচের পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মারিয়া। যেখানে সরাসরি অবসরের কথা না বললেও স্পষ্ট ইঙ্গিত ছিল, বুটজোড়া তুলে রাখতে চান ডি মারিয়া। পোস্টটিতে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের কাছ থেকে যে বিপুল ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ জানাই। আজ (শনিবার) রাতে যা হলো সব সময় আমি এমন কিছুরই স্বপ্ন দেখি। আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাটিতে সম্ভবত এটাই আমার শেষ ম্যাচ ছিল।’ ম্যাচের ফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ডি মারিয়া। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের। দুর্দান্ত একটি ম্যাচ খেলার জন্য পুরো দলকে অভিনন্দন জানাতে চাই। সবাই নিখুঁত একটি ম্যাচ খেলেছে। আমরা একসঙ্গে এগিয়ে যাব এবং স্বপ্ন দেখে যাবো।’ ২০০৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় ডি মারিয়ার। এখন পর্যন্ত ১২১ ম্যাচ খেলে গোল করেছেন ২৪টি। কাতার বিশ্বকাপ দিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপে চতুর্থবার খেলতে যাচ্ছেন ডি মারিয়া। আগের তিন বার অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত জালের দেখা পেয়েছেন মাত্র দুবার। বিশ্বসেরার মঞ্চে সবশেষ ১৩ ম্যাচে তার নামের পাশে নেই কোনো অ্যাসিস্ট। তবে সর্বশেষ কোপা আমেরিকার সুখকর স্মৃতি নিঃসন্দেহে ডি মারিয়াকে আত্মবিশ্বাস যোগাবে। ফাইনালে পিএসজি তারকার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে জাতীয় দলের জার্সিতে প্রথম শিরোপার স্বাদ পান মেসি-ডি মারিয়ারা। একই সঙ্গে ঘোচায় আর্জেন্টাইনদের ২৮ বছরের শিরোপা খরার আক্ষেপ।

ডায়ালসিলেট এম/

:

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *