মনজু চৌধুরী : মৌলভীবাজারের রাজনগর বাজারের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  ২  এপ্রিল  শনিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ের গাছের সাথে মৃতদেহ বাঁধা অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী উপজেলার রাজনগর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মৃত মনু খানের ছেলে আব্দুল মতিন খান (৬০)। তিনি রাজনগর বাজারের এস এম এন্টারপ্রাইজের মালিক। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজন দূর থেকে নিহত আব্দুল মতিন খানের বাড়ির পুকুরের দক্ষিণ পাড়ের পশ্চিম কোণে মতিন খানকে বসা অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে দেখতে পান হাটু গাড়া ও বাম হাত গাছের সাথে জড়িয়ে রাখা অবস্থায় গলায় লাইলনের রশি লাগিয়ে ছোট একটি বট গাছের সাথে আব্দুল মতিন খানের মৃতদেহ বাঁধা রয়েছে এবং পাশেই তার জুতো, ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পড়ে থাকতে দেখে এলাকার মানুষকে খবর দিলে এলাকার মানুষ জড়ো হয়ে রাজনগর থানায় খবর দেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, মৌলভীবাজারের সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সরতহাল ও আলামত সংগ্রহ করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের ভাই মুজিবুর রহমান খান বলেন, নিহত আব্দুল মতিন খান সিলেট বসবাস করতেন গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় মোবাইল ফোনে কল করে রাজনগর বাজারের বাসায় আমাকে দেখা করতে বলেন। আমি বাসায় গিয়ে দেখা করার পর আমাকে ঘর ভাড়ার টাকা দেন, তখন জানতে চাই বাড়িতে যাবেন কিনা তিনি জানান সিলেটের বাসায় চলে যাবেন। কিভাবে সিলেট যাবেন জানতে চাইলে বলেন আমার গাড়ি আছে গাড়ি দিয়ে চলে যাবো। সকালে পুকুর পাড়ে অনেক লোক জড়ো দেখতে পেয়ে এসে দেখি আমার ভাইয়ের মৃতদেহ গাছের সাথে বাঁধা রয়েছে। নিহতের ছোট মসুদ আহমদ খান বলেন নিহত আব্দুল মতিন খান আমাদের চার ভাইয়ের মধ্যে তিনি সবার বড়, তিনি রাজনগর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের পাশের বাসায় এবং সিলেট বাসায় থাকতেন । আজ সকালে আমাদের পাশের বাড়ির ছয়ফুল মিয়া আমার ভাইয়ের লাশ দেখতে পেয়ে সোহেলকে খবর দেয় এখানে (পুকুর পাড়ে) মানুষ সমাগম দেখে আমার স্ত্রী আমাকে বললে আমি এসে দেখি আমার ভাইয়ের লাশ গাছের সাথে বাঁধা। আমার ভাইকে হত্যা করা হয়েছে। উনার টাকা পয়সার লেনদেন থেকে আগেও উনার পর হামলা করা হয়েছিলো। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন সকাল নয় ঘটিকার সময় আমরা খবর পাই পার্শ্বিপাড়া গ্রামে গাছের সাথে একটা লাশ বাঁধা। খবর পেয়ে পিবিআই, সিআইডি ও রাজনগর থানার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই। মুত্যুর ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *