ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা লড়াইটা শেষ হয়ে যেতে পারতো আগের রাউন্ডেই। কিন্তু শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের পরাজয় সেটা হতে দেয়নি। একই সঙ্গে আবাহনীর কাছে সাকিব-মাশরাফিদের লিজেন্ডস অব রূপগঞ্জের পরাজয়ও খানিকটা নাটক জমিয়ে তুলেছে।
বাকি দুই রাউন্ডের একটি অনুষ্ঠিত হচ্ছে আজ। শেখ জামাল জিতলেই চ্যাম্পিয়ন। কিন্তু হারলে? অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। সে অপেক্ষার জন্য নিজেদের আসল কাজটি করে রাখলো মাশরাফি-সাকিবরা। নিজেরা প্রথমে ব্যাট করে ২৯৩ রান তোলার পর বল হাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে মাত্র ৯৭ রানে অলআউট করে দিয়েছে তারা।
১৯৬ রানের বিশাল জয়ে শিরোপা রেসে নিজেদের বেশ ভালোভাবেই টিকিয়ে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব যদি আজ জিততে না পারে, তাহলে শেষ রাউন্ডই হবে এই দু’দলের জন্য ফাইনাল।
