স্পোর্টস ডেস্ক:: অবিশ্বাস্য এক মৌসুম কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। দলকে লিগ জিতিয়েছেন, চ্যাম্পিয়নস লিগেও দলকে প্রায় একাই টেনে নিচ্ছেন। এখন পর্যন্ত এই মৌসুমে ৪২ ম্যাচে মাঠে নেমে করেছেন সমান ৪২ গোল! এমন এক অতিমানবীয় মৌসুমের পর নিশ্চিতভাবেই ব্যালন ডি’অরের দৌড়ে সবার আগেই থাকবে তার নাম।
সোমবার ঈদের শুভেচ্ছা জানিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে নিজের টুইটার ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বেনজেমা। যেখানে আরবি দোয়া ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন) বলে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন আলজেরীয় বংশোদ্ভূত এই ফরাসি ফুটবলার।
ভিডিওর ক্যাপশনে বেনজেমা লিখেছেন, ‘বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।
আগামী ৫ মে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবেন বেনজেমারা। প্রথম লেগে সিটির মাঠ ইতিহাদে ৩-৪ গোলে হেরে গেলেও লিগ জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর রিয়াল মাদ্রিদ নিশ্চিতভাবেই ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত।