FILE PHOTO: Gold bars from the vault of a bank are seen in this illustration picture taken in Zurich, Switzerland, November 20, 2014. REUTERS/Arnd Wiegmann/File Photo

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ওজন ১.২৫৮ কেজির বেশি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউস প্রিভেন্টিভ টিম।

 

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট থেকে শারজাহ থেকে আসা ওই যাত্রীকে আটক করা হয়। আটককৃত যাত্রীর নাম ওমর ফারুক।

 

 

এতে জানা গেছে, গ্রীন চ্যানেল অতিক্রমকালে ওমর ফারুকের লাগেজ স্ক্যান করে তাকে আর্চওয়ে করানো হয়। স্ক্যানিংয়ে তার লাগেজের ভেতর স্বর্ণ ধরা পড়ে।

 

 

পরে তার প্যান্টের পকেট থেকে স্বর্ণ উদ্ধার ছাড়াও কাস্টমস ব্যাগেজ কাউন্টারের লাগেজ খুলে ৮টি স্বর্ণবার ও তার পরিহিত প্যান্ট থেকে ২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.২৫৮ কেজি এবং বাজারমূল্য প্রায় ৯৩ লক্ষ টাকা।

 

 

স্বর্ণ ও যাত্রীর বিষয়ে ফৌজদারী মামলাসহ কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *