ডায়ালসিলেট ডেস্ক :: নগরীর কাজীটুলা লোহারপাড়াস্থ এলাকায় একটি বাসা থেকে অভিযান চালিয়ে ২ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ মো. রুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তি পাবনা জেলার সদর থানার শিবরামপুর এলাকার বাসিন্দা মৃত মোতাহার এর ছেলে মোঃ রুমন (৪০)।
গতকাল বৃহস্পতিবার ১৯ মে ৫টা ৫০মি কাজীটুলা লোহারপাড়াস্থ এলাকায় ওয়াজেদ ভিলা-১০৪ একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উক্ত বাসায় ভাড়া থেকে তার এই ইয়াবা ব্যবসা পরিচালনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসএমপি-সিলেটের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর সিনিয়র পুলিশ সুপার মো লুৎফর রহমান (মিডিয়া অফিসার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।