ডায়ালসিলেট ডেস্ক :: জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতির উপর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সিলেট নগরীতে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের  নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

তাছাড়া পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর ছাত্রলীগদের অন্যায়ভাবে হামলা ও নির্যাতনেরও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

 

 

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো  এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন।

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিনা ভোটের নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় আসা শেখ হাসিনার লালিত সন্ত্রাসীরা সিলেটে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ও সাংবাদিকের উপর হামলা করে এটাই প্রমাণ করেছে যে দেশে এখন কোনো গণতন্ত্র নেই। বর্তমান সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের দমনপীড়ন ও জুলুম অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার সরকারের দুঃশাসন চরম পর্যায়ে পৌছে গেছে।

 

এই বিতর্কিত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে উঠেছে। দেশে বিদেশে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ উঠায় এখন তাদের পায়ের নিচে মাটি নাই। জনমত বিপক্ষে যাওয়ায় শেখ হাসিনা এখন রুদ্রমূর্তি ধারণ করেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিচ্ছেন।

 

যে ঘটনায় দেশের আপামর জনসাধারণ ব্যথিত হয়েছেন। খন্দকার আব্দুল মুক্তাদির জুলুমবাজ এই সরকারের পতনে দেশের সর্বস্তরের জনগণকে রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *