ডায়াল সিলেট ডেস্ক :: পূর্ব তিমুরের উপক‚লে শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পের পর অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করে ভারত মহাসাগরীয় সুনামি সতর্কতা ও প্রশমন ব্যবস্থা (আইওটিডবিøউএমএস) কর্তৃপক্ষ। খবর এএফপির।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার মধ্যকার তিমুর দ্বীপের পূর্ব প্রান্ত। ভূমিকম্পটির গভীরতা ছিল ৫১ দশমিক ৪ কিলোমিটার। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গত ফেব্রæয়ারিতে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কিছু মানুষ নিহত হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *