সভায় মাধবকুণ্ডের অভ্যন্তরীণ রাস্তায় আটোরিকশার ভাড়া জনপ্রতি ৩০ টাকা  নির্ধারণ, আবাসিক হোটেলে প্রশাসনের তদারকি জোরদার, জেলা পরিষদের পার্কিংস্থলের বাইরে রাস্তায় থাকা যানবাহন থেকে টোল আদায় না করা, পার্কিংস্থল সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের উঠতে না দেওয়া, আসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ পর্যটন বিকাশে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে বক্তব্য দেন থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পর্যটন পুলিশের ইন্সপেক্টর ফয়সল আতিক, এসআই মিজানুর রহমান, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, জালাল আহমদ, পার্কিং ইজারাদার মেহেদি হাসান কবির প্রমুখ।