স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার ২৮ মে বিকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে প্রকম্পিত হয় রাজপথ। ছাত্রদলকে মৌলভীবাজারে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ।বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা পয়েন্টে গিয়ে শেষ হয়।
ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানায়। তারা বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে উন্নয়ন বাঁধাগ্রস্ত, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে এসব প্রতিহত করার স্লোগান দেন।মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন সহ-সভাপতি শেখ আব্দুস সামাদ আজাদ, তারেক হাসান, মাজহারুল ইসলাম রাব্বী, অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, পিকলু সাংগঠনিক সম্পাদক, সাকিবুল হাসান রাজিবসহ ছাত্রলীগের জেলা, উপজেলার নেতাকর্মীরা।
এসময় মৌলভীবাজার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম তার বক্তব্যে মৌলভীবাজারে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করেন।নেতাকর্মীরা ‘দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকারী ও দেশে বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দেন। একই সঙ্গে মাঠে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *