ডায়াল সিলেট ডেস্ক : আসন্ন ১৮ জুন,জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে কয়েস সামী-আনোয়ার চৌ: প্যানেল হতে, আমি “মহিলা বিষয়ক সম্পাদক” পদপ্রার্থী ব্যারিস্টার সৈয়দা সীমা করিম। যদিও করোনা মহামারীর কারণে গত দুই বছরে অনেক পরিকল্পনাই বাস্তবায়ন করা যায়নি.. তাই আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে এবার ও বিজয়ী হয়ে গঠনমূলক কাজ করার চেষ্টা করবো।” সমৃদ্ধি ও সম্প্রীতির লক্ষ্যে পরিবর্তন”-এই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিতে বিনীতভাবে অনুরোধ করছি।