স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন  এর আয়োজনে হজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
২৭ মে শুক্রবার  সকালে ুজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৪৪৩ হিজরী সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের এই প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান। এ সময় প্রধান অতিথি সৌভাগ্যবান হজযাত্রীদের কাছে মৌলভীবাজার জেলাসহ দেশ ও জাতীর কল্যাণে দোয়া কামনা করেন। এবং সুষ্ঠভাবে নিয়ম মেনে তারা যাতে সফলভাবে হজ পালন শেষে দেশে ফিরতে পারেন সেই অভিপ্রায় ব্যক্ত করেন। এসময় হজ যাত্রী,ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার এর কর্মকর্তাগণ ও হজ ট্রাভেলিং এজেন্সির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *