মনজু চৌধুরী॥॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর মৌজার ভরতপুর গ্রামে সরকারি একটি রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গ্রাম্য সরকারি এই রাস্তা দখলমুক্ত করার জন্য উপজেলা নিবার্হী কর্মকতার্র কাছে একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন।
ভরতপুর গ্রামের মো. রফিক মিয়া জানান, কৃষ্ণপুর মৌজার ভরতপুর গ্রামের মধ্যদিয়ে সরকারি রাস্তা দিয়ে গ্রামবাসি যাতায়াত করে থাকি। তবে গ্রামের কমরু মিয়ার বাড়ির সম্মুখ দিয়ে চলে যাওয়ায় তিনি বর্তমানে রাস্তাটি ভোগদখলে নিয়েছেন। ১৮ ফুট রাস্তার অধিকাংশ ভূমি দখলে নিয়ে চাষাবাদ ও বৃক্ষ রোপন করছে। এমনকি রাস্তার পাশে থাকা সরকারি দু’টি গাছও কেটে নিয়েছে। এলাকাবাসী বারবার আপত্তি জানালেও তিনি তাতে কোন কর্ণপাত করছেন না। উপরন্ত হুমকি প্রদান করছেন। ফলে বাদ্য হয়ে সরকারি রাস্তা অবৈধ দখল হতে উদ্ধারের জন্য ২২ মে কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্র কাছে লিখিত অভিযোগ প্রদান করেছি।
তবে অভিযোগ বিষয়ে কমরু মিয়া বলেন, আমি রাস্তা দখল করার অভিযোগ মোটেও ঠিক নয়। অভিযোগকারীরাই রাস্তার অংশ কেটে তাদের নিজের জমির সাথে ভরাট করে কলমি গাছ রোপন করে নিচ্ছেন। তাতে বাঁধা দিলেই বাড়িতে এসে হামলার চেষ্টা করেন। তিনি আরও বলেন, কয়েক বছর পূর্বে স্থানীয়ভাবে সমাধা করে দিলেও তারা মানেন নি। রফিক মিয়া ও তার ভাইয়েরা রাস্তা নিজেদের জমির সাথে কেটে নিচ্ছেন।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ সিফাত উদ্দীন জানান, তদন্তক্রমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *