মনজু চৌধুরী॥ মৌলভীবাজারের সদর কমলগঞ্জ উপজেলার থানার ৪নং শমশেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগানের রিপন পাল এর পরিবারকে দাহ্যক্রিয়া সম্পন্ন করার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করলো রুহি ফাউন্ডেশন বাংলাদেশ।
৩১ মে মঙ্গলবার ধর্মীয় রীতি নীতি অনুযায়ী দাহ্যক্রিয়ার ও কাজরে জন্য আনুষ্ঠানিকভাবে রুহি ফাউন্ডেশন বাংলাদেশ প্রদান উপদেষ্টা হাজী শাহ্ আলম উপদেষ্টা হাজ্বী শাহ্ আলম এবং সদস্যবৃ›দের মাধ্যমে পক্ষ থেকে প্রয়াত রিপন পালের বাবাকে কাছে নগদ আর্থিক তুলে দেন।
উরেøখ্য রিপন পাল দীর্ঘদিন ধর ক্যান্সারে আক্রান্ত রোগে ভুগছিলেন। ৩০ মে সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কানিহাটি চা বাগানের রুনু পালের ছেলে রিপন পাল ক্যান্সারে আক্রান্ত হয়ে রিপন পাল মৃত্যু বরন করেছে।তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন রুহি ফাউন্ডেশন বাংলাদেশ।
রুহি ফাউন্ডেশন বাংলাদেশ প্রদান উপদেষ্টা হাজী শাহ্ আলম উপদেষ্টা হাজ্বী শাহ্ আলম বলেন বিভিন্ন কাজে সহযোগিতার আশ্বাস দেন।
ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই রুহি ফাউন্ডেশন বাংলাদেশ (মৌলভীবাজার জেলা শাখা) সদস্য সদস্যবৃ›দের যাদের তত্বাবধানে ও সু-পরামর্শে উক্ত ইভেন্ট টি সুন্দর ও সফল ভাবে সমাপ্তি হয়েছে.! মানুষের কল্যাণে আমাদের কাজ নিয়মিত চলছে। কৃতজ্ঞতা যানাই রুহি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতি ইউনিটের সদস্য।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *