মনজু চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলার আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীগের সভাপতি নেছার আহমদ, এবং জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান নাম ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াস নগর ইউনিয়নের প্যানল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কয়েছ আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে শ্রম সম্পাদক দায়িত্ব পেয়েছেন ।
সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে শ্রম সম্পাদক কয়েছ আহমেদ নির্বাচিত করায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীগের সভাপতি নেছার আহমদ, এবং জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা। জানাই।
কয়েছ আহমদ বলেন উপজেলার সকল নেতাকর্মিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। উন্নয়নমূলক কাজে আমরা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা চাই। সবার সহযোগিতা কামনা করেন।
সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে শ্রম সম্পাদক কয়েছ আহমেদ বলেন — প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে উন্নয়নের যে ভিত্তি রচিত হয়েছে তাতে অচিরেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী পরিচালনায় দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই তাঁর কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে।
