স্টাফ রিপোর্টার॥ শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম, এএসআই মোশাহিদ কামাল, এএসআই ইসমাইল গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভূক্ত আসামী নিজাম উদ্দিন (৩৫)কে সিলেট উপশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার ১ জুন আসামী নিজাম উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার দাউদপুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম জানান, তিনটি জিআর মামলায় পরোয়ানাভূক্ত আসামী নিজাম উদ্দিনকে গ্রেফতার করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন।
