স্টাফ রিপোর্টার॥ যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার কর্তৃক আয়োজিত এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক), বিউটিফিকেশন এবং ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং ও সোলার প্যানেল স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে।
১ জুন বুধবার প্রশিক্ষণ কোর্স এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান সভাপতিত্ব জেলার যুব সমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়াসী হতে আহ্বান জানান।
