স্টাফ রিপোর্টার : দেশে করোনা শনাক্তের সংখ্যা ও হার বাড়ছে। টানা ৬ দিনের উপাত্তে এ চিত্র পাওয়া গেছে। এ সময় করোনায় অবশ্য কারও মৃত্যু হয়নি।
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় ৫৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫১ জনই ঢাকা বিভাগের।

২ জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২২ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়। এ সময় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪২। পরের টানা ৪ দিন করোনা শনাক্তের সংখ্যা ছিল যথাক্রমে ২৯, ৩২, ৩৪ ও ৪৩। এই কয়েক দিন শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৪। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৯৯। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের ৫১ জন ছাড়া চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৪৫৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।
শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রæত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

চলতি বছরের ফেব্রæয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে করোনাকালীন বিধিনিষেধ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *