বিনোদন ডেস্ক :: জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির মা আমেনা খাতুন মারা গেছেন। শনিবার (১১ জুন) দুপুর ২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
কুদ্দুস বয়াতি তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
কুদ্দুস বয়াতি জানান, প্রায় ১৫ বছর ধরে তার মা অসুস্থ ছিলেন। হাঁটতে পারতেন না। গত ছয়মাস ধরে একেবারে চলাফেরা করতে পারতেন না তিনি। শনিবার দুপুর ২টায় তিনি মারা যান। তিনি বলেন, ‘আমার মায়ের বয়স ১০০ বছরেরও বেশি। কয়েক দফা হাসপাতালে নিয়ে মায়ের চিকিৎসাও করিয়েছি।’
কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে। সেখানেই পারিবারিক কবরস্থানে আমেনা খাতুনকে দাফন করা হবে বলে জানিয়েছেন এ শিল্পী। এর আগে সন্ধ্যায় সাড়ে ৭টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
কুদ্দুস বয়াতির বাবার নাম আরফান আলী। আমেনা ও আরফান দম্পতির আট সন্তান। এর মধ্যে সবার বড় কুদ্দুস বয়াতি। তিনি বাংলা লোকগানে অসামান্য খ্যাতি লাভ করেছেন।
১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদেরক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শিরোনামের গানটি গেয়ে দেশজুড়ে পরিচিতি পান।
পরবর্তী সময়ে আরও অনেক গান উপহার দিয়েছেন কুদ্দুস বয়াতি। এমনকি এ প্রজন্মের শিল্পী প্রীতম হাসানের সঙ্গে ‘আসো মামা হে’ এর মতো আধুনিক গানও গেয়েছেন কুদ্দুস বয়াতি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *