মনজু চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় উপজেলার শব্দকর ও বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার, সাবরীনা রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ১৪ জুন মঙ্গলবার উপজেলার হলরুমে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,উপজেলা নির্বাহী সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ উপকারভোগীগণসহ অন্যান্য।