ডায়ালসিলেট ডেস্ক :: কিছুদিন নিবিড় পর্যবেক্ষণের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে  এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

মঙ্গলবার (১৪ জুন) রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে  বলেন, বিকেলে মেডিক্যাল বোর্ড একমত হয়েছে যে উনি সিসিইউতেই (ক্রিটিকাল কেয়ার ইউনিট) থাকবেন।

 

 

কবে তাকে কেবিনে নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি। মঙ্গলবার ৭২ঘণ্টা শেষ হলেও এখনো ট্রান্সফারেবল হয়নি বলেও জানান ডা. জাহিদ।

 

 

তিনি  বলেন, শুধু ওয়াশরুম ছাড়া আর কোনো মুভমেন্টের অনুমতি দেওয়া হয়নি। নরমালি সকাল থেকেই চিকিৎসকরা ম্যাডামকে দেখেন।

 

 

গত শুক্রবার গভীর রাতে বুকের ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  পরে শনিবার দুপুরে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে এনজিওগ্রাম করে একটি ব্লক অপসারণ করে স্টেন্টিং করা হয়। বিএনপি চেয়ারপারসনের হৃৎপিণ্ডে আরও দুটি ব্লক রয়েছে। তবে সেখানে স্টেন্টিং করার মতো শারীরিক অবস্থা নেই।

 

 

তবে ফরমালি বোর্ড বসে বিকেল ৫টার পরে। বুধবার (১৫ জুন) বিকেলে আবারও বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *