ডায়ালসিলেট ডেস্ক :: ‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেইভ লাইভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও মুুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের উদ্যোগে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

র‌্যালি পরবর্তীতে রেড ক্রিসেন্ট কনফারেন্স হলে এক আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব, সিলেটের কৃতি সন্তান ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

 

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী সদস্য মো. সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক আতিকুর রহমান নগরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক।

 

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. মো. আবু সালেহ খান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, আজীবন সদস্য অরূপ সেন বাপ্পী, আজীবন সদস্য ডা. আব্দুল হাফিজ শাফি, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সুহেল, মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমদ পিপিএম, হৃৎপিÐ সিলেটের সভাপতি এনাম উদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা মো. ফারহান আমির জামান, রক্তকেন্দ্রের হিসাব রক্ষক সৈয়দ ইমরুল হাসান, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদপাল, যুব রেড ক্রিসেন্টের রক্ত বিভাগীয় প্রধান পলাশ গুন প্রমুখ।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *