মনজু চৌধুরী॥ বানভাসি ১২শ মানুষের মাঝে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে রান্না করা খাবার, পানির বোতল, ৪ হাজার পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও ৭ হাজার ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।
শনিবার ২৫ জুন সকালে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে ৫টি নৌকা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত মানুষের জন্য খাবার নিয়ে ঘরে ঘরে পৌছে দেন। পাশাপাশি দুটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসি মানুষের মাঝে মৌলভীবাজার পৌরসভার পানিবাহী গাড়ি দিয়ে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নাহিদ আহমেদ, সৈয়দ সেলিম হক, আসাদ হোসেন মক্কু, পাপ্পু আহমেদ, পার্থ সারথি, সাবেক ইউপি চেয়াম্যান অরবিন্দ বাচ্চু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্র্গ।
