স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী বের হয়। ২৫ জুন শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম¥দ জাকারিয়া, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ অন্যান্যরা।
স্বপ্নের সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা করেছে। বিকেলে ক্ষতিগ্রস্থ ৫ উপজেলার বানভাসিদের মধ্যে প্রধান মন্ত্রীর পক্ষে বিশেষ ত্রাণ বিতরণ করা হবে।
