সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১ জন।
রোববার বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার পীরের বাজার খেওয়া গ্রামের আব্দুল আহাদের ছেলে জসিম উদ্দিন (১৬) ও একই উপজেলার হাতুয়া পীরের বাজারের সিরাজ উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ। তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেলেও হাসপাতালে নেওয়ার পর আরো ১ জন মারা যান। দুর্ঘটনাকবলিত যান দুটিকে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।