ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন ১০ ঘণ্টায় সারাদেশে প্রায় সাড়ে ৯২ হাজার ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। এদিন বিক্রি হয়েছে আগামী ৭ জুলাইয়ের টিকিট।

রোববার (৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’।
সহজ জানায়, ঈদের টিকিট বিক্রির তৃতীয় দিন অর্থাৎ৩ জুলাই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৯২ হাজার ৪৮৯টি। এর মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে ৪২ হাজার ৭২৭টি এবং কাউন্টারে বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৬২টি।

এছাড়া শুধুমাত্র ঢাকা থেকে টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ১৫৩টি। এর মধ্যে শহরের ৬টি স্টেশনের কাউন্টার থেকে ১৬ হাজার ৯৬৩টি এবং অনলাইনে ১৫ হাজার ১৯০টি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে ৩২ হাজার ১৫৩টি টিকিটের মধ্যে ৫ হাজার ৪৪০টি অবিক্রিত (গত কয়েক দিনের) টিকিট বিক্রি হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *