বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনেকদিন ধরেই তিনি অসুস্থ। আজ সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি।
১৯৪৭ সালে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়সে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।
পরবর্তীতে ছোট পর্দায় মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।
এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বনানী কবরস্থানে দাফন : রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদকে। শর্মিলী আহমেদের বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি জানিয়েছেন, তার বোনের জানাজা জোহরের নামাজের পর রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ রাখা হয় উত্তরার বাসায়। সেখানে ঘণ্টা দুইয়েক রাখা হয় আত্মীয়-স্বজনদের দেখার জন্য।
বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হয় নন্দিত এ অভিনেত্রীকে। স্বামী রকিবউদ্দিন আহমেদের কবরের পাশেই তাকে চিরঘুমে শায়িত করা হয় বলে জানিয়েছেন বোন জলি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *