মনজু চৌধুরী॥ মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম (চ্যানেল আই)। এছাড়া সাধারণ সম্পাদক পদে পান্না দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন (ডিবিসি নিউজ)।
বৃহস্পতিবার ৭ জুলাই দুপুর আড়াইটায় ব্যালটের মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। পরে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত।
নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ নুরুল ইসলাম শেফুল (দৈনিক দেশ) ও অশোক কুমার দাশ (ডেইলি অবজারভার), যুগ্ম সম্পাদক পদে এস এম মেহেদী হাসান (আমাদের অর্থনীতি) ও মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি) এবং দফতর সম্পাদক পদে আফরোজ আহমদ (যমুনা টিভি) ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে নুরুল ইসলাম (সমকাল), মামুনূর রশীদ (মুক্তকথা), শেখ সিরাজুল ইসলাম সিরাজ (দৈনিক মৌমাছি কন্ঠ), সালেহ এলাহী কুটি (দেশ টিভি), পার্থ সারথী পাল (দৈনিক ডেসটিনি) নির্বাচিত হয়েছেন।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহ অলিদুর রহমান (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব (সাপ্তাহিক পূর্বদিক) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রব (আজকের পত্রিকা)।
