স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জবাজারে মৌলভীবাজার জেলা বিচার বিভাগ ও আইনজীবি সমিতির পক্ষ থেকে এলাকার পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৮ জুলাই শুক্রবার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ,কে,এম সফি আহমদ সলমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আল মাহমুূদ ফায়জুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক উদ্দিন।
এসময় মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক, পিপি, জিপি, স্পেশাল পিপি, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সিনিয়র জুনিয়র আইনজীবীগন উপস্থিত ছিলেন।
