ডায়ালসিলেট ডেস্ক :: অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। আগামী বুধবার ১৩ই জুলাই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দ ইয়াপা আবেওয়ার্ডেনেকে।

 

 

সূত্রে জানা যায়, প্রাইভেট যোগাযোগের মাধ্যমে তিনি স্পিকারের সঙ্গে কথা বলেছেন। এ সময়ে বুধবার পর্যন্ত সময় চেয়েছেন, যাতে তিনি মুলতবি হয়ে থাকা অফিসিয়াল কাজ শেষ করতে পারেন। যদি বুধবার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেও পদত্যাগ করেন, তাহলে ৩০ দিনের জন্য প্রেসিডেন্ট নির্বাচন করবেন স্পিকার। এ সময়ের মধ্যে একজন প্রেসিডেন্ট নির্বাচন করবে পার্লামেন্ট।

 

 

উল্লেখ্য, জনরোষের মুখে গতকাল সরকারি বাসভবন থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবাইয়া। তবে সরকারি ভাষ্য অনুযায়ী, তাকে উদ্ধার করা হয়েছে।

 

 

এদিকে, শ্রীলঙ্কার সংবিধান বলা হয়েছে, প্রেসিডেন্টের পদ তার কার্যকালের মেয়াদ পূর্ণ হওয়ার আগে শূন্য হলে পার্লামেন্ট তার সদস্যদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করবে। তিনি পদত্যাগকারী প্রেসিডেন্টের কার্যকালের বাকি সময়ের জন্য দায়িত্ব পালন করবেন।

 

 

এ প্রক্রিয়াটি অবশ্যই প্রেসিডেন্টের পদত্যাগের এক মাসের মধ্যে শুরু করতে হবে। তবে প্রেসিডেন্টের পদত্যাগের তিন দিনের মধ্যে পার্লামেন্টের অধিবেশন বসতে হবে। পার্লামেন্টের মহাসচিব প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে অধিবেশনে অবহিত করবেন। একাধিক ব্যক্তি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হলে গোপন ব্যালটের মাধ্যমে একজনকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

 

 

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের উত্তরাধিকারী বিষয়ক বিধান অনুসারে এই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী। সুতরাং পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট বেছে না নেওয়া পর্যন্ত এক মাসেরও কম সময়ের জন্য বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হতে পারেন। তিনি সে সময় পর্যন্ত প্রয়োজনে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে একজনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নিয়োগ করতে পারবেন।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *