মনজু চৌধুরী ॥ প্রতি বছরের মত এবারও মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মৃত্যুবরণকারী সাবেক পৌর চেয়ারম্যানদের নামে পশু কোরবানি দেয়া হয়েছে।
রোববার ১০ জুলাই সকালে এ কোরবানি দেওয়া হয়। মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভাকে এই পর্যায়ে নিয়ে আসতে যারা অবদান রেখেছেন সেসব পৌর চেয়ারম্যানদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে পশু কোরবানি দেওয়া হয়েছে।
ইসলামের রীতি অনুযায়ী কোরবানিতে ৭ জনের নাম দেওয়া হয়েছে। তারা হলেন হযরত মোহাম্মদ (স.) মৃত্যুবরণকারী পৌরসভার সাবেক ৬ পৌর চেয়ারম্যান, সৈয়দ মহসিন আলী, সৈয়দ সরফরাজ আলী, আব্দুর রাজ্জাক, রশীদ মিয়া, সাজ্জাদুর রহমান পুতুল ও মাহমুদুর রহমান।
তিনি আরও জানান, যারা ঈদের দিন ছুটি না কটিয়ে বর্জ্য অপসারণসহ পৌরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন, সেসব পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
