স্টাফ রিপোর্টার॥ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হলো পবিত্র ঈদুল আজহা।
এ উপলক্ষে রোববার ১০ জুলাই হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পৃথক ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পৌরসভার তত্বাবধানে সকাল সাড়ে ৬ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।
জামাত পূর্বে ঈদের শুভেচ্ছা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করবেন ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলনা আছাদ আহমদ চৌধুরী।
সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাতে ইমামতি করেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আকিল উদ্দিন। সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির।
ঈদ জামাত শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বানভাসীর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
