বিনোদন ডেস্ক :: ভারতের বিখ্যাত গজলশিল্পী ভূপিন্দর সিং মারা গেছেন। মৃত্যুকালে গুণী এ শিল্পীর বয়স হয়েছিলো ৮২ বছর। কোলন ক্যান্সার ও কোভিড-সম্পর্কিত জটিলতায় ভুগছিলেন তিনি। সোমবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভূপিন্দর সিংয়ের স্ত্রী গায়ক মিতালি মুখার্জি সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিতালি মুখার্জি জানান, প্রস্রাবে সংক্রমণ হওয়ায় আট থেকে দশ দিন আগে সদ্য প্রয়াত এ গায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কোভিড টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে।
হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি জানান, সোমবার সকালে ভূপিন্দরের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখতে হয়েছিল। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
কিংবদন্তি এ গায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন-ভক্তদের মাঝে।
পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট গানে কণ্ঠ দিয়েছেন ভূপিন্দর সিং। এছাড়া মহম্মদ রফি, আরডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে ও বাপ্পি লাহিড়ীসহ ভারতের বরেণ্য ও কালজয়ী সংগীতজ্ঞদের সঙ্গে কাজ করেছেন তিনি। জানা গেছে, আজ (মঙ্গলবার) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *