সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি ও বিভিন্নজনের সঙ্গে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার গাজিনগর গ্রাম থেকে সুজন মিয়া (৪১) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

সুজন সুনামগঞ্জ সদর থানার সরদঘর গ্রামের জইন উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে বদরুল আলম তুহিন নামে এক ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজি ও প্রতারণার মামলা করেছেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুজন মিয়া বেশ কিছুদিন ধরে নিজেকে এমপি হাবিবুর রহমান হাবিব পরিচয় দিয়ে সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন ব্যক্তির কাছে নানা ধরনের তদবির ও চাঁদা দাবি করে আসছেন। এছাড়া বিভিন্নজনের সঙ্গে নানাভাবে প্রতারণা করছেন। বিষয়টি জানাজানি হলে গত ২২ জুলাই বদরুল আলম তুহিন দক্ষিণ সুরমা থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালিয়ে সুজনকে সুনামগঞ্জের দিরাই উপজেলার গাজিনগর গ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব-৯। রোববার (৩১ জুলাই) বিকেল তিনটার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *