ডায়াল সিলেট ডেস্ক :: ২৩ দিন বন্ধ থাকার পর সিলেটের ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে দিয়ে ভারত থেকে চুনাপাথর আমদানি শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে চুনাপাথর আমদানি কার্যক্রম শুরু হয়।
পবিত্র ঈদুল আজহার পর জিরো লাইনের সড়ক মেরামতের কথা বলে চুনাপাথর রপ্তানি বন্ধ রেখেছিলো ভারত।
ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু বলেন, ‘ঈদ উল আজহা উপলক্ষে ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে চুনাপাথর আমদানি বন্ধ ছিল। কিন্তু ১৪ জুলাই ভারতের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় ভারতের অভ্যন্তরে জিরো লাইনের রাস্তার মেরামত করা প্রয়োজন। সেই থেকে পাথর আমদানি বন্ধ ছিলো। এরপর সোমবার থেকে পুনরায় চুনাপাথর আমদানি শুরু হয়।’
ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী খান জানান, আইনি জটিলতা না থাকলে এখন থেকে প্রতিদিন এলসি (আমদানির ঋণপত্র) করা চুনাপাথর আমদানি কার্যক্রম চালু থাকবে।
