ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে এবং বাংলাদেশে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভোলা জেলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট ২০২২) দুপুর ১ঘটিকার যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ.মালিক এর সভাপতিত্বে লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্টিত হয়।
এসময় মিছিল সহকারে দলের নেতাকর্মীদের সেখানে এসে জড়ো হতে থাকেন। এতে যুক্তরাজ্যে বিএনপি,সেচ্ছাসেবকদল,যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অঙ্গ সহযোগি দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন।