শহরতলীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হন। বুধবার বিকেলে জালালাবাদ থানার ঘোপাল এলাকায় এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক রবিন্দ্র দেবনাথ (৪৮) সিলেট সদর উপজেলার জাঙ্গাইল এলাকার শশাংক দেবনাথের ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে একটি সিএনজি অটোরিকশা (সিলেট থ-১২-০০৮০) সিলেট নগরী থেকে যাত্রী নিয়ে লামাকাজীর উদ্দেশ্যে যাওয়া পথে গোপাল এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস (সুনামগঞ্জ-জ-১১-০০১২) গাড়িটি সিএনজি অটোরিকশাকে স্বজোরে ধাক্কা দিলে অটোরিকশা চালক রবিন্দ্র দেবনাথসহ অটোরিকশাতে থাকা ৪ জন যাত্রী আহত হন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিক্সা চালক রবিন্দ্র দেবনাথকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় আহতরা হলেন, সদর উপজেলার জালালাবাদ এলাকার রবিন্দ্র দেবনাথ স্ত্রী সরস্বতী (৪৮), যুগীরগাঁও এলাকার হবি মিয়া স্ত্রী শামসুন্নাহার (৩৫), সাকিব (১০), মারিয়া (০৪)।