ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কবরস্থানের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল পৌনে পাঁচটায় তাকে সমাহিত করা হয়।
বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ক্যানসারেও ভুগছিলেন তিনি।
শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাহবুব তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় বিশিষ্টজনদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে মাহবুব তালুকদারের মরদেহ বারিধারার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকেল পৌনে ৪টার দিকে মরদেহ নিয়ে রওনা করেন তার স্ত্রী নিলুফার বেগম, দুই মেয়ে আইরিন মাহবুব ও আফরিন মাহবুব এবং ছেলে শোভন মাহবুব। বিকেল সাড়ে ৪টার দিকে মাহবুব তালুকদারের মরদেহবাহী গাড়িটি বুদ্ধিজীবী কবরস্থানে পৌঁছায়। সেখানে তার দুই বোন মাহফুজা চৌধুরী ও মারুফা রহিম তাদের পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষায় ছিলেন।
দাফনের আগে মাহবুব তালুকদারকে শেষ বিদায় জানান তার স্বজনরা। এসময় মাহবুব তালুকদারের একমাত্র ছেলে বাবার মাথায় হাত বুলিয়ে চোখের জলে শেষ বিদায় জানান। বাবার পা ছুঁয়ে শেষবারের মতো সালাম দেন মাহবুব তালুকদারের দুই মেয়ে। দুই বোন ও স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
২০১৭-২০২২ মেয়াদে কেএম নুরুল হুদার কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব তালুদকার। তিনি ইসির কাজের সমালোচনা করে খবরের শিরোনাম হয়েছেন বারবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সহকারী প্রেস সচিবের (উপসচিব) দায়িত্ব পালন করেন মাহবুব তালুদকার। এক সময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকও ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ঢাকায় বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাকি দুজন থাকেন যুক্তরাষ্ট্র ও কানাডায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *