শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ প্রভোস্ট বডির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু হলের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সহযোগী মোহাম্মদ অধ্যাপক সামিউল ইসলাম বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এতে শিক্ষার্থীদের জন্য হলের ডাইনিং, ক্যান্টিন নতুনভাবে সংস্করণ করা, শীতাতপ নিয়ন্ত্রিত রিড়িং রুম, দ্রুত গতির ইন্টারনেট, বিশুদ্ধ পানির ফিল্টার, খেলাধুলার জন্য দাবা, ক্যারম, টেবিল টেনিসসহ বিভিন্ন ধরণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, হলে মাদক নিয়ন্ত্রণ করতে হল কর্তৃপক্ষ সচেতন রয়েছে। এজন্য তদারকি কমিটিও গঠন করা হয়েছে। পরিশেষে হলের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।
শাবি প্রসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, সংকট, সমাধান ও সম্ভাবনা গুলো আমরা গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে শাবি প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সৌজন্য সাক্ষােতের শেষে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট বডির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ওই হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম, সহকারী প্রভোস্ট মনিরুজ্জামান খান, হেদায়তুল্লাহ আল হাদি, মো. আরিফুর রহমান, তৌফিকুল ইসলাম খান। অন্যদিকে শাবি প্রেসক্লাব থেকে উপস্থিত ছিলেন, সভাপতি নাজমুল হুদা, সহ সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যনির্বাহী সদস্য তানভীর হাসান, শাদমান শাবাবসহ অন্যান্য সদস্যরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *