ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: প্রবল বর্ষণে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে একটি পাকা ঘর ধসে পড়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শনিবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাত থেকে টানা বর্ষণ হয়। প্রবল বর্ষণের কারণে মাটি নরম হয়ে যাওয়ায় হঠাৎ করে সকালবেলা পাকা ঘরটি ধসে পড়ে। তবে আনুমানিক কয়েক লাখ টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা যায়, বাঘমারা গ্রামের হতদরিদ্র পুতুল মিয়া গত কয়েক বছর আগে তিন শতক জায়গা কিনে গেলো বছর চার কক্ষ বিশিষ্ট একটি পাকা ঘর নির্মাণ করেন। শেষ সম্বল হিসেবে মাথা গোঁজার ঠাঁই এই বসত ঘরটি ধসে পড়েছে।
পুতুল মিয়া বলেন, আমরা পরিবারের সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি ঘর আমাদের উপর ধসে পড়েছে। আমাদের পাশের বাড়ির লোকজন এসে আমাদের উদ্ধার করেন। আমি গরীব মানুষ। এখন কোথায় থাকব পরিবারের সদস্যদের নিয়ে। আমার শেষ সম্বল হিসেবে একটি মাত্র বাড়ি ছিল।
স্থানীয় সমাজকর্মী এম আকুল রহমান বলেন, পুতুল মিয়া একজন হতদরিদ্র মানুষ। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অন্যত্র কোথাও পুতুল মিয়ার গোঁজার ঠাঁই হবে। আমরা এলাকাবাসী চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা বলেন, শনিবার সকালে আমি পরিদর্শন করে এসে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন বলেন, বিষয়টি আমি জানার পর তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
