রাতের খাবারদাবার সেরে শিশু সন্তানকে সঙ্গে ঘুমিয়েছিলেন মুসলিমা বেগম। সোমবার (২৯ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে তাকে পুকুরে মৃত পাওয়া গেছে।
কানাইঘাট উপজেলার বীরদল আগফৌদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
মুসলিমা বেগম বীরদল আগফৌদ গ্রামের সৌদি প্রবাসী হেলাল আহমদের স্ত্রী।
পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পরিবার সূত্র জানায়, রোববার রাতে শিশুসন্তান আরিফ আফসারকে নিয়ে নিজের কক্ষে ঘুমাতে যান মুসলিমা বেগম। ভোরে আরিফের কান্না শুনতে পেয়ে পরিবারের লোকজন মুসলিমাকে ডাকতে গিয়ে দেখেন বাইরে থেকে রুম বন্ধ করা। ভেতরে ঢুকে তারা শিশু আরিফকে হাত বাঁধা অবস্থায় দেখতে পান। মুসলিমাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা বাড়ির পুকুরঘাটে তার জুতা দেখতে পান। স্থানীয়রা নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালায়। এসময় গলায় পাটা বাঁধা অবস্থায় মুসলিমার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারকারী কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) অরূপ সাগর বলেন, ‘গৃহবধূর মৃত্যু রহস্যজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’